۹ آذر ۱۴۰۳ |۲۷ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 29, 2024
হযরত ইমাম হাদী (আঃ)
হযরত ইমাম হাদী (আঃ)

হাওজা / নেয়ামত হচ্ছে অস্থায়ী দুনিয়ার বস্তু, কিন্তু শুকরিয়া হচ্ছে আখেরাতের স্থায়ী নেয়ামত।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী,  ইমাম হাদী আলাইহিস সালাম থেকে বর্ণিত কয়েকটি মূল্যবান বাণী এখানে বর্ণনা করছি:

১. "বিনয় ও নম্রতা হলো, লোকদের সাথে এমন আচরণ করা; যেমন আচরণ তুমি তাদের থেকে পছন্দ কর।"

(আল মাহজাতুল বায়দ্বা, ৫/২২৫)

 ২. "প্রাচুর্য হলো, আকাংখার স্বল্পতা এবং যা তোমার জন্য যথেষ্ট তাতে সন্তুষ্ট থাকা।"

 ৩. "আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, স্বয়ং নেয়ামত থেকে উত্তম। কারণ নেয়ামত হচ্ছে অস্থায়ী দুনিয়ার বস্তু, কিন্তু শুকরিয়া হচ্ছে আখেরাতের স্থায়ী নেয়ামত।"

(তুহাফুল উকুল, পৃ. ৪৮, ৩)

 ৪. "যে ব্যক্তি আল্লাহর ইবাদতে নিজেকে মজবুত করে নিয়োজিত রাখবে, দুনিয়ার মুসিবত তার জন্য হালকা হয়ে যাবে, যদিও তাকে খন্ড বিখন্ড করা হয়।"

 (তুহাফুল উকুল, পৃ. ৫১১(

অনুবাদ ও সংকলনঃ হুজ্জাতুল ইসলাম জনাব আব্দুল্লাহ সাহেব (কুম, ইরান)

تبصرہ ارسال

You are replying to: .